Logo

Rowshanabad Academy

ভর্তি আবেদন
User Image
(প্রাথমিক/মাধ্যমিক/সমমানের পরীক্ষার সনদপত্র অনুসারে)
পরীক্ষার নাম পাশের সন রোল নং রেজিঃ নং শিক্ষাবর্ষ জি.পি.এ গ্রেড বোর্ড
অভিবাবকের মাসিক আয়
পরিবারের লোকসংখ্যা
উপার্জনক্ষম লোকসংখ্যা

আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, উপরে বর্ণিত তথ্যাদি সম্পুর্ণ সত্য। আমি স্কুলের / কলেজের ঐতিহ্য ও সুনাম রক্ষা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় সচেষ্ট থাকিব। প্রতি মাসে স্কুলের / কলেজের নির্ধারিত বেতন ও অন্যান্য ফি যথাসময়ে পরিশোধ করিব। স্কুলের / কলেজের নিয়ম-কানুন ও কতৃপক্ষের নির্দেশ সততা ও নিষ্ঠার সহিত মানিয়া চলিব। প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী কোনো কাজ স্বেচ্চায় ও অন্যের দ্বারা প্রভাবিত হয়ে কখনই করিব না। স্কুল / কলেজ ক্যাম্পাসে কোনোরূপ রাজনৈতিক তৎপরতা প্রদর্শন করিব না। প্রতিষ্ঠানের নিয়ম-শৃঙ্খলা ভঙ করিলে বা স্কুলের / কলেজের ঐতিহ্য ও মর্যাদাহানিকর কোনো অসদুপায় অবলম্বনের দায়ে দোষী সাব্যস্ত হইলে কতৃপক্ষ কতৃক গৃহীত ব্যবস্থা অবনত মস্তকে মানিয়া লইতে বাধ্য থাকিব।



(আইনানুগ অভিবাবকের স্বাক্ষর)


(ছাত্র/ছাত্রীর স্বাক্ষর)